- সারাদেশ
- ভারতে সাফ খেলতে ফুটবলারদের অনুমতি দিচ্ছে না পাকিস্তান
ভারতে সাফ খেলতে ফুটবলারদের অনুমতি দিচ্ছে না পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। ছবি: ফাইল
ফিফার নিষেধাজ্ঞার কারণে সাফ চ্যাম্পিয়নশিপে এমনিতে নেই শ্রীলঙ্কা। অতিথি দু’দল লেবানন আর কুয়েতকে নিয়ে এসে ভারতের বেঙ্গালুরুতে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি আসরের ইঙ্গিত মিলেছে। কিন্তু হঠাৎই নতুন করে সংকট দেখা দিয়েছে এই টুর্নামেন্টে।
ভারতে যাওয়ার জন্য পাকিস্তান ফুটবল দলের কাউকেই এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিচ্ছে না সে দেশের সরকার। যদি পাকিস্তান শেষ মুহূর্তে অংশ না নেয়, তাহলে ২১ জুন নির্ধারিত সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানো নিয়েও অনিশ্চয়তা থাকবে। আর এ কারণেই বৃহস্পতিবার নির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছে সাফ কর্তৃপক্ষ।
তবে এই মুহূর্তে টুর্নামেন্ট পেছানোর কোনো সুযোগ নেই বলে গতকাল সমকালকে জানান সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। প্রয়োজনে সাত দল নিয়ে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট, ‘টুর্নামেন্টের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই সভা ডাকা হয়েছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনকে তাদের সরকারের অনুমতির বিষয়ে এবং ভারতীয় ফুটবল ফেডারেশনকে ভিসার অগ্রগতির ব্যাপারে সভায় জানাতে বলা হয়েছে।’
সেই মিটিংয়ে সাফ পেছানোর বিষয়টিও উঠতে পারে বলে ইঙ্গিত দেন হেলাল, ‘বর্তমান প্রেক্ষাপটে সাফ পেছানোর কোনো সম্ভাবনা নেই। কারণ এখানে স্বাগতিক ভারত এবং ব্রডকাস্টারদের বিষয়টিও দেখতে হবে। যদি কার্যনির্বাহী কমিটি চায়, তাহলে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে সাফের সাধারণ সম্পাদক হিসেবে পেছানোর পক্ষে নই আমি। পাকিস্তান যদি না খেলে, তাহলে সাত দল নিয়েই টুর্নামেন্ট হবে। সেক্ষেত্রে এক গ্রুপে চার দল এবং অন্য গ্রুপে থাকবে তিন দল।’
গ্রুপ ‘এ’তে পাকিস্তানের সঙ্গে আছে স্বাগতিক ভারত, নেপাল ও কুয়েত। শেষ পর্যন্ত পাকিস্তান না খেললে তিন দলের দুটি উঠবে সেমিফাইনালে। এই গ্রুপের সূচিও নতুন করে হবে। আর গ্রুপ ‘বি’তে খেলবে লেবানন, বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান। এই টুর্নামেন্টের আগে মরিশাসে চার জাতি একটি টুর্নামেন্ট খেলতে যাবে পাকিস্তান ফুটবল দল। সেই সফরের ছাড়পত্র তারা পেয়েছে পিএসবি (পাকিস্তান স্পোর্টস বোর্ড) থেকে।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনের খবর– এশিয়া কাপ ক্রিকেট নিয়ে ভীষণভাবে হতাশ সে দেশের ক্রিকেট বোর্ড। কয়েকটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার পর নিরপেক্ষ ভেন্যুতে বাকি ম্যাচগুলোর ‘হাইব্রিড’ প্রস্তাব দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান পিসিবির সেই প্রস্তাবে রাজি হয়নি।
এখন আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। যদি এর মধ্যে পাকিস্তান ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যায়, তাহলে ক্রিকেট বিশ্বকাপ খেলতেও তাদের দলকে পরবর্তী সময়ে ভারতে পাঠাতে হবে– এমনই এক জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে পাকিস্তান দলের সাফে অংশ নেওয়া।
মন্তব্য করুন