- সারাদেশ
- দেড় বছর ধরে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চান স্ত্রী-কন্যা
দেড় বছর ধরে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চান স্ত্রী-কন্যা

মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন। ছবি- সমকাল।
দেড় বছর ধরে নিখোঁজ থাকা স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রীতা সাহা নামে এক নারী। মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যবসায়ীক লেনদেনের জের ধরে আমার স্বামীকে অপহরণ করা হয়ে থাকতে পারে। থানায় অভিযোগ করেও কোনো সন্ধান পাইনি।
রীতা সাহা জানান, তার স্বামী ওষুধ ব্যবসায়ী বিকাশ কুমার সাহা ২০২১ সালের ডিসেম্বরে ব্যবসায়ীক কাজে ঢাকা রওনা হন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন।
তিনজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ রীতা সাহার। তিনি বলে, তারা বিভিন্ন সময়ে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে ঘরবন্দি করে রেখেছেন। কিছু দিন আগে মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার স্বামীর বড় ভাইকে জেল খাটিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে তটস্থ করে রেখেছেন।
রীতা বলেন, আমার স্বামী তাদের কাছ থেকে টাকা নিয়েছে এমন মিথ্যা কথা বলে মামলা, হামলাসহ হয়রানি করছেন। এমন পরিস্থিতিতে আমার স্বামীকে ফেরত এবং ভয়াবহ এই ঘটনা থেকে মুক্তি পেতে চাই।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যবসায়ীর শিশু সন্তান মৌমিতা সাহা, বড় ভাই নন্দ সাহাসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
/এইচকে/
মন্তব্য করুন