- সারাদেশ
- ঝুঁকিপূর্ণ সেতুই সারোয়াতলী ইউনিয়নবাসীর ভরসা
ঝুঁকিপূর্ণ সেতুই সারোয়াতলী ইউনিয়নবাসীর ভরসা

বাঘাইছড়ির প্রমোদ কারবারী পাড়ায় ঝুঁকিপূর্ণ সেতু- সমকাল
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সঙ্গে উপজেলা সদর, মাইল্যা, লংগদু উপজেলার মাইনিমুখ, বড় মাইল্যা, গুলশাখালী ও বরকল উপজেলার বড় হরিণার একমাত্র সংযোগ সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
বাঘাইছড়ির দুর্গম সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ খাগড়াছড়ির প্রমোদ কার্বারিপাড়ার ৫ নম্বর ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১৯৮৯ সালে ১৩০ ফুট (৪৫ মিটার) দৈর্ঘ্যর সেতুটি নির্মাণ করে। সেতুটি রংধুন বা হক ব্রিজ নামেও পরিচিত। প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র সেতু এটি। এ সেতু দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে।
সেতুর ঢালাই খসে পড়ছে। রড বের হয়ে মরিচা ধরেছে। কলামগুলো ভেঙে নড়বড়ে হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়ে ব্যবহার করছেন এলাকাবাসী। স্থানীয় দীপা, উজ্জ্বল কান্তি, আশা প্রদীপ চাকমাসহ কয়েকজন জানান, ৩৬ বছর আগে সেতুটি নির্মাণ করা হলেও মেরামত হয়নি।
সারোয়াতলী ইউপি চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমা অতুল বলেন, এ পর্যন্ত তিনি নিজের অর্থে চারবার মেরামত করেছেন সেতুটি। এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে নতুন সেতু নির্মাণের জন্য কয়েকবার আবেদন করা হয়েছে। তবে সাড়া পাওয়া যায়নি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা বলেন, দুর্ঘটনা ঘটার আগে দ্রুত সেতুটি নতুন করে নির্মাণ করা দরকার।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বলেন, সেতুটি নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন। এরই মধ্যে আরসিসি গার্ডার সেতু নির্মাণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
মন্তব্য করুন