- সারাদেশ
- মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটালে কঠোর ব্যবস্থা: র্যাব ডিজি
মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটালে কঠোর ব্যবস্থা: র্যাব ডিজি

বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক বছরের জন্য র্যাব মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর আজ গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি
র্যাব মহাপরিচালক বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। সেক্ষেত্রে আমাদের মূল দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
তিনি বলেন, বিরোধী দল আন্দোলন করতেই পারে। সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এ দেশের কোনো সম্পদ ধ্বংস করা হলে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কেউ ব্যাঘাত ঘটালে সেটা কঠিন হাতে দমন করা হবে।
খুরশীদ হোসেন বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। র্যাব ৭টি বাহিনী নিয়ে কাজ করে ও কিছু এজেন্ডা রয়েছে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি রয়েছে এটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ। কারণ এ দেশ আমাদের, দেশের মানুষ আমাদের। তাই দেশ ও দেশের মানুষকে নিয়ে আমাদের ভাবনা সবচেয়ে বেশি।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন র্যাব মহাপরিচালক। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, র্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্নেল ফিরোজ কবীর, সদর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামানসহ র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন