- সারাদেশ
- ডিএনসির সেই সাজ্জাদের বিরুদ্ধে মামলার নির্দেশ
ডিএনসির সেই সাজ্জাদের বিরুদ্ধে মামলার নির্দেশ

গত ৫ ডিসেম্বর সমকালে প্রকাশিত সেই প্রতিবেদন
বুধবার সাজ্জাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি রাজধানীর কুড়িল বিশ্বরোডের অদূরে কুড়াতলী এলাকার আইনের এক ছাত্রীকে ইয়াবা মামলায় ফাঁসিয়ে দেন উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ। এ নিয়ে গত ৫ ডিসেম্বর সমকাল ‘মাদক আইনের মারপ্যাঁচে আইনের মেধাবী ছাত্রী’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনটি নজরে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সাজ্জাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ পায় কমিটি।
এ তদন্ত কমিটির আহবায়ক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব দিলশাদ বেগম এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ডিএনসির পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) পরিচালক পুলিশের অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ।
সাজ্জাদ ডিএনসির ঢাকা মহানগর উত্তরের গুলশান সার্কেলে স্বপদে কর্মরত রয়েছেন। এমনকি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। বুধবার সমকালে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একই দিন সাজ্জাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে ডিএনসির প্রশাসন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা মাসুদ হোসেন সমকালকে বলেন, এখন পর্যন্ত চিঠি হাতে আসেনি। চিঠি পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন