পিরোজপুরে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের সাধনা সেতু এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়েছে।

অভিযোগ রয়েছে, জেলা ছাত্রলীগ নেতা (দলীয় পদবঞ্চিত) হাফিজুর রহমান জুম্মানের নেতৃত্বে ৮/১০ জন এ হামলা চালিয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল, চেয়ার ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সজলের অনুসারী ৬ ছাত্রলীগ নেতা আহত হন। আহতরা হলেন– জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শামীম, সহসভাপতি নাঈম খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রাব্বি, সহসম্পাদক চন্দন ভীম জয়, সহসম্পাদক মোহাইমুনুল হক, পৌর ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক জুবায়ের ইমন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকায় সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মরহুম ফয়সাল মাহাবুব শুভ স্মৃতি সংসদে হামলা চালিয়ে ভাঙচুর করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের অনুসারীরা। এ সময় আসবাবসহ ছবি ভাঙচুর করা হয়। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে হাফিজুর রহমান জুম্মান সন্ত্রাসী নিয়ে ছাত্রলীগ নেতা জুবায়ের ইমনকে মারধর করেন। পরে তাঁরা অফিসেও হামলা চালান। তবে ফয়সাল মাহাবুব শুভ স্মৃতি সংসদে তাঁর অনুসারীদের হামলার বিষয় অস্বীকার করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে হাফিজুর রহমান জুম্মানের ফোনে কল দিলেও তিনি তা রিসিভি করেননি। পরে খুদেবার্তা পাঠালেও জবাব পাওয়া যায়নি।

সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।