- সারাদেশ
- নাসিরনগরে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু, আহত ৩০
নাসিরনগরে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু, আহত ৩০

ডুবে যাওয়া নৌকায় উদ্ধার তৎপরতা - সমকাল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকাডুবিতে জুমেল মিয়া (৪) নামে এক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সদরের ফায়ার সার্ভিসের পাশের লঙ্গন নদীতে এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার।
মৃত শিশু জুমেল মিয়া গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালনগর ইউনিয়নের একটি যাত্রীবাহী নৌকা চাতালপাড় হয়ে নাসিরনগরের দিকে রওনা হয়। নৌকাটিতে ৫০ জন যাত্রীর ধারণক্ষমতা থাকলেও ১০০ জন যাত্রী উঠানো হয়। এছাড়াও চাল, ডাল, সবজিসহ বিভিন্ন পণ্য উঠানো হয়। পরে নাসিরনগর খেয়াঘাটের কাছে এসে নৌকাটি ডুবে যেতে থাকে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের লোকজন ৫০ জন যাত্রীকে উদ্ধার করেন। এসময় জুমেল মিয়া নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত হন অন্তত ৩০ যাত্রী। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত যাত্রী মিজান মিয়া বলেন, ‘নৌকাতে ১০০ জনের বেশি লোক ছিল। এর পাশাপাশি বিভিন্ন জিনিসপত্রসহ বড় বড় বস্তা ওঠানো হয়। এর আগে মাঝ নদীতে আরও দুইবার নৌকাটি ডোবার উপক্রম হয়েছিল। আমরা বার বার নৌকা থেকে নামতে চাইলেও মাঝি আমাদের কথা শুনেনি।’
মৃত শিশুর মা হামিদা বেগম বলেন, ‘চোখের সামনে পুলাডা মইরা গেছে। বাঁচাতে পারলাম না।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার সমকালকে বলেন, অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহনের কারণে তীরের কাছাকাছি এসে নৌকাটি ডুবে যায়। রুমেল মিয়া নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নৌকার মাঝি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান ওসি।
মন্তব্য করুন