- সারাদেশ
- বরগুনায় জোড়া লাগানো কন্যা সন্তানের জন্ম
বরগুনায় জোড়া লাগানো কন্যা সন্তানের জন্ম

জোড়া লাগানো যমজ সন্তান। ছবি: সমকাল
বরগুনায় জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। চিকিৎসক জানান, মা সুস্থ থাকলেও শিশুদের দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন।
বুধবার দুপুরে বরগুনার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে শিশু দুটির জন্ম হয়। প্রসূতির নাম মাহামুদা বেগম (৩৪)। তিনি বরগুনার বেতাগী উপজেলার মধ্য কাজিরাবাদ এলাকার বাদশা মিয়ার স্ত্রী।
মাহামুদা বেগমের পরিবার জানায়, রোজার ঈদের দুইদিন পর মাহমুদার আল্ট্রাসনোগ্রাম করা হয়। ওই সময় রিপোর্টে জমজ বাচ্চার কথা বলা হয়। তবে শিশু দুটির যে জোড়া লাগানো সেটি বলা হয়নি। বুধবার রাতে প্রসব বেদনা শুরু হয় মাহমুদার। এদিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সিজার অপারেশনের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়।
এদিকে, জোড়া শিশু জন্মের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে লোকজন শিশু দুটিকে দেখতে হাসপাতালে ভিড় জমান।
প্রত্যক্ষদর্শী মো. রাসেল বলেন, এরকম ঘটনা এর আগে ইন্টারনেটে দেখেছি। আজ এই প্রথম সরাসরি দেখলাম। বাচ্চা এবং তার মায়ের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন।
মাহমুদার ভাই তরিকুল ইসলাম বলেন, রাতে বোন অনেক অসুস্থ হওয়ায় বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করি। পরে দুপুরের দিকে ডাক্তার সিজার করেন। জমজ সন্তানের কথা আগেই জানতাম। তবে জোড়া লাগানোর বিষয়টি জানা ছিল না।
তিনি আরও বলেন, আমার বোন সুস্থ আছেন। তবে ডাক্তার দ্রুত বাচ্চা দুটিকে ঢাকা নিয়ে চিকিৎসা করাতে বলেছেন। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমরা সবার সহযোগিতা চাই।
মন্তব্য করুন