- সারাদেশ
- ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বুধবার বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রদূতের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তবে বৈঠক প্রসঙ্গে কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
নির্বাচন সামনে রেখে আন্দোলনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে এ বৈঠক হয় বলে জানা গেছে।
এর আগে আজ দুপুরে রাজধানীর বারিধারায় তুরস্ক দূতাবাসে যান শামা ওবায়েদ। সেখানে তিনি তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।
মন্তব্য করুন