- সারাদেশ
- টয়া সমাচার
টয়া সমাচার

মুমতাহিনা টয়া
অভিনয়শিল্পী, মডেল, উপস্থাপক, ব্লগার– মুমতাহিনা টয়াকে এখন এই চার পরিচয়েই পরিচিত করা হয়। টয়ার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ফলো করলেই বুঝতে পারবেন কতটা এগিয়েছে এই অভিনেত্রী। স্বামী অভিনেতা শাওনকে সঙ্গী করে নানা ধরনের ভিডিও কন্টেন্ট পোস্ট করেন টয়া, যার ভিউ মিলিয়ন মিলিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিনেত্রী এত সরব তাঁকে নাটক বা সিনেমায় পাওয়া যাচ্ছে না খুব একটা...এমন প্রশ্ন নিয়েই টয়ার সঙ্গে কথা। অভিনেত্রী বলেন, ‘গড়পড়তা কাজ বন্ধ করে দিয়েছি। আমার মন জয় করতে পারে এমন চিত্রনাট্য পেলেই কাজ করছি।’ এই কথায় মানে এই নয় যে, তিনি একেবারেই কাজ করছেন না তা কিন্তু নয়। কিছুদিন আগে ‘ইনফিনিটি: সিজন-২’ নামের সিরিজে কাজ করলেন তিনি। এতে তাঁর সহশিল্পী শরিফুল রাজ। মেহেদী হাসিব পরিচালিত সিরিজটি নিয়ে টয়ার ভাষ্য, ‘ইনফিনিটি প্রথম সিরিজটি দর্শকদের দারুণ মুগ্ধ করেছে। সেই মুগ্ধতার জন্যই ইনফিনিটি ২।’
টয়াকে ‘বেঙ্গল বিউটি’ শিরোনামের একটি সিনেমায় দেখা গিয়েছিল। এরপর আর সিনেমায় দেখা যায়নি কেন– জানতে চাইলে তিনি বলেন, নাটকের জন্য অনেক কিছু বিবেচনা করছি। সিনেমা আরও বড় ব্যাপার। ‘বেঙ্গল বিউটি’কে ছাড়িয়ে যাবে এমন মানের সিনেমা না হলে করার ইচ্ছা নেই। এখন পর্যন্ত সেই ধরনের কোনো সিনেমার প্রস্তাব পাইনি। টয়ার জন্ম নোয়াখালী হলেও, তাঁর শৈশব কেটেছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা রাঙামাটিতে। তাই পাহাড় তাঁর খুবই প্রিয়। ছোটবেলা থেকে টয়া স্বপ্ন দেখতেন একদিন তিনি মায়ের মতোই শিক্ষক হবেন। একটু বড় হতে না হতেই সেই পরিকল্পনা যায় ভেস্তে। তখন তাঁর নাচের প্রতি ভালো লাগা শুরু হলো।
এরপর লেখাপড়ার চাপে নাচে সময় ঠিকমতো দিতে পারলেন না। মেয়ের লেখাপড়ার কারণে রাঙামাটি ছেড়ে ঢাকায় চলে এলো টয়ার পরিবার। কলেজের গণ্ডি পেরোনোর পর ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিবিএতে ভর্তি হন টয়া। ২০১০ সালে পরিবারের কাউকে না জানিয়ে নিতান্তই শখের বসে নাম লেখান ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায়। কিন্তু একের পর এক প্রতিযোগীকে টপকে সামনে যেতে না যেতেই টনক নড়ে তাঁর। তখনই পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তাঁরাও মেয়েটিকে উৎসাহ দেন। একেবারেই আনকোরা এ মেয়েটি খুব সহজেই নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নেন। এক গাল মিষ্টি হাসি দিয়ে দর্শক থেকে শুরু করে বিচারক সবার প্রিয় হয়ে ওঠেন তিনি। টয়া অভিনীত প্রথম নাটক অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতার পরিচালনায় ‘অদেখা মেঘের কাব্য’। সেই টয়াকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখনও চলছে তাঁর শোবিজ যাত্রা।
মন্তব্য করুন