দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। দেশে লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির বন্ধের দাবি জানান বিএনপি নেতারা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে রেলবাজারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে। পরে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষের কাছে স্মারকলিপি প্রদান করেন বিএনপির নেতারা।

অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপরি সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

/ওয়াইএ/