ঝালকাঠির রাজাপুর থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রকে ভোলা সদর থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উদ্ধার হওয়া নূরুল ইসলাম (১২) ও আমানুল্লাহ (১১) রাজাপুরের সমবায় এলাকার আশরাফুল মাদ্রাসার ছাত্র। নূরুল উপজেলা সদরের বড় কৈবর্তখালি এলাকার মো. হানিফের ছেলে এবং আমানউল্লাহ একই উপজেলার পুটিয়াখালি এলাকার মো. আবদুল্লার ছেলে। 

নিখোঁজের ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রের বাবা গত শনিবার রাজাপুর থানায় জিডি করেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে ভোলা থেকে তাদের উদ্ধার করে। 

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ওই দুই শিশু মাদ্রাসা থেকে বের হয়ে ভোলায় গিয়ে একটি হোটেলে কাজ নেয়। উদ্ধার করে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা ভালো আছে। 

/এইচকে/