সম্পদের হিসাব দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন। পাশাপাশি সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১০ জুলাই দিন ঠিক করেন আদালত।

এর মধ্য দিয়ে এই মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিচার শুরু হলো।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, অভিযোগ গঠনের এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে মোট ৬৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি বাদে সব মামলায় তার জামিন হয়েছে। গত ৭ বছর ধরে তিনি কারাগারে রয়েছেন।

২০১৯ সালের ২৬ জুন দুদকের পক্ষ থেকে সম্পদ বিবরণী চেয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরীর কাছে নোটিশ পাঠানো হয়। হিসাব বিবরণী জমা দিতে প্রথমে ২১ দিন এবং পরে ১৫ দিন সময় দেয় দুদক। পরে আবার সময় চাওয়া হলেও আর সময় দেওয়া হয়নি। এরপর সম্পদের হিসাব না পেয়ে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।

২০১৬ সালে আসলামের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির একটি ছবি গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী আলোচনা শুরু হয়। ওই বছরের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

/এসআর/