- সারাদেশ
- আ. লীগের ২৪১ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ
আ. লীগের ২৪১ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ

গত ২০ মে পটুয়াখালীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ। ফাইল ছবি
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪১ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার মো. মোস্তফা আকন গত মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগটি দায়ের করেন। আদালতের বিচারক মো. আশিকুর রহমান অভিযোগ আমলে নিয়ে বুধবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২১ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ অভিযোগে সাক্ষী রয়েছে ৩৫ জন। তারা সবাই বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মী।
অভিযোগ দায়ের বিষয়টি বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২০ মে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা হামলা করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে আসে। পরে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে এবং বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর চালায়।
এ সময় আওয়ামী লীগের ওই সন্ত্রাসী দল ২ লাখ ৪২ হাজার নগদ টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়। যা সাংবাদিকদের তোলা ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের শনাক্ত করা যাবে। আসামিরা এবং তাদের সিনিয়র নেতারা অভিযোগকারী ও তার পরিবারকে খুন-জখম এবং বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার অনবরত হুমকি দিচ্ছে। এ কারণে অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে অভিযোগ করতে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ওই অভিযোগে ঘটনার যে তারিখ উল্লেখ করা হয়েছে তার ১৭ দিন পর মামলা কেন? এতেই তো বুঝতে বাকি নেই এ অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ ধরণের কর্মকাণ্ড এবং মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য বিএনপিকে অনুরোধ করছি। তা না হলে এ দায় তাদেরকেই নিতে হবে।
উল্লেখ্য, গত ২০ মে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। ঘটনার পরের দিন ২১ মে বিএনপির ৪৯৫ জনকে আসামি করে আওয়ামী লীগের পক্ষ থেকে দু'টি মামলা দায়ের করা হয় এবং তারপর দিন ২২ মে পুলিশ বাদী হয়ে বিএনপির ২৬৮ জনকে আসামি করে আরেকটি মামলা করে। সব মিলিয়ে তিনটি মামলায় বিএনপির ৭৬৩ জনকে আসামি করা হয়।
মন্তব্য করুন