দিনাজপুরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম (অপরাধ) প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সদর উপজেলার সুন্দরা মুকুন্দপুর এলাকার নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী ছাবিনা বেগম ও ছেলে আবু সাইদ ওরফে সোহেল। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সুন্দরা মাঝাপাড়া এলাকায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন কুড়িগ্রাম নিবাসী নূর মোহাম্মদ। পারিবারিক বিষয় নিয়ে নূর মোহাম্মদের পরিবারে ঝগড়া বিবাদ লেগে থাকত। বিবাদ নিরসনে গত ৬ জুন রাত সাড়ে ৯টার দিকে আস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার (সদস্য) মোতাহার হোসেন, আব্দুস সোবহান, শাহাজান আলী, হামিদুল ইসলামসহ কয়েকজন বৈঠক শুরু করেন।

এ সময় কথা কাটাকাটি হলে নূর মোহাম্মদ বৈঠক ছেড়ে চলে যান। তাঁকে বাড়ি থেকে ডেকে আনতে সোবহানকে পাঠানো হয়। সেখানে গিয়ে নূর মোহাম্মদকে বৈঠকে আসতে বললে ধারালো দা দিয়ে সোবহানের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোবহান মারা যান। এ ঘটনায় নিহত সোবহানের বাবা বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এদিকে ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান নূর মোহাম্মদ। পরে তাঁকে একই ইউনিয়নের বোর্ডের হাট নামক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার দা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।