- সারাদেশ
- রাজশাহী সিটি নির্বাচন: ইসলামী আন্দোলনের প্রার্থীর ১২৫ প্রতিশ্রুতি
রাজশাহী সিটি নির্বাচন: ইসলামী আন্দোলনের প্রার্থীর ১২৫ প্রতিশ্রুতি

বৃহস্পতিবার নগরীর একটি রেস্তোরাঁয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা মুরশিদ আলম। ছবি - সংগৃহীত
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা মুরশিদ আলম তাঁর নির্বাচনী ইশতেহারে ১২৫টি প্রতিশ্রুতি দিয়েছেন। এতে তিনি ইসলামিক মূল্যবোধ, দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়া এবং প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করার কথা বলেছেন।
বৃহস্পতিবার নগরীর একটি রেস্তোরাঁয় ঘোষিত ইশতেহারে তিনি ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে জাগ্রত করে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজি বন্ধ ও সিটি করপোরেশনে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি রিকশা, ভ্যান, ঠ্যালাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা, হালকা যানবাহনের লাইসেন্স ফি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। এ ছাড়া গাড়ি রাখার স্থান ও পণ্যের ঘাটগুলোতে চাঁদাবাজি বন্ধ, হোল্ডিং ট্যাক্স ৩০ শতাংশ মওকুফ, কর্মসংস্থানের জন্য কলকারখানা স্থাপন, সিটি করপোরেশনের সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেছেন, সিটি করপোরেশনের উন্নয়নে নগর বিশেষজ্ঞ কমিটি গঠন করবেন। দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া, পানি সমস্যার সমাধান, পদ্মা নদী রক্ষায় উদ্যোগ গ্রহণ, শব্দদূষণ ও খাদ্যে ভেজাল রোধে উদ্যোগ নেওয়া, পরিকল্পিত নগরী গড়ে তোলা, ওয়ার্ডভিত্তিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, মসজিদসহ উপাসনালয়ভিত্তিক গণসাক্ষরতা কর্মসূচি চালু করার প্রতিশ্রুতি রয়েছে তাঁর ইশতেহারে।
নিরাপত্তা নিশ্চিত করা, ফুটপাত দখল উচ্ছেদ ও রাস্তাঘাটের উন্নয়ন, মশক নিধনে কার্যকর পদক্ষেপ, বর্জ্য ব্যবস্থাপনায়ও উদ্যোগের কথা বলেছেন মুরশিদ আলম।
ইশতেহার ঘোষণার সময় দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সেক্রেটারি জেনারেল মাওলানা ইউসুফ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সংগঠনটির জেলা শাখার সহসভাপতি ফয়সাল হোসেন মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
/এসআর/
মন্তব্য করুন