- সারাদেশ
- নরসিংদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা
নরসিংদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় আফছানা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামী হযরত আলী তাঁর পরিবারের অন্যদের সহযোগিতায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ নিহতের স্বজনদের।
স্থানীয়রা জানান, রায়পুরার করিমগঞ্জ গ্রামের প্রয়াত আফছার উদ্দিনের মেয়ে আফছানা আক্তার। ২০১১ সালে নলবাটা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হযরত আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের স্বজনরা জানান, বিয়ের কিছুদিন পর হযরত আলী মালয়েশিয়া চলে যান। প্রতিবছরই দেশে আসা-যাওয়া ছিল তাঁর। কয়েক বছর ধরে মালয়েশিয়া থেকে পাঠানো টাকা নিয়ে হযরতের পরিবারের সদস্যদের সঙ্গে আফছানার বিবাদ চলছিল। হযরত আলী গত ২ মে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটিও হয়। আফছানাকে কয়েক দফা মারধর করেন হযরত আলী।
তারা আরও জানান, বুধবার রাত ৮টার দিকে হযরত আলী ও তাঁর পরিবারের লোকজন আফছানাকে বেদম মারধর করে বলে তাঁরা প্রতিবেশীদের মাধ্যমে খবর পান। এক পর্যায়ে ওই দিনই নিহতের মা ও ভাই নলবাটা গ্রামে আফছানার শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন তাঁর তিন সন্তান খালি বাড়িতে কান্নাকাটি করছে। পরে ঘরের আঙিনার পাশের ঝোপ থেকে আফছানার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। গলাকাটা ছাড়াও আফছানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তাঁর ভগ্নিপতি কবীর মিয়া।
এদিকে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রায়পুরা থানার ওসি (তদন্ত) জানান, হযরত আলীর বাড়ির সবাই পলাতক। তাঁদের আটকের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন