- সারাদেশ
- লিখিত আশ্বাসে অনশন ভাঙলেন জাবির প্রত্যয়
লিখিত আশ্বাসে অনশন ভাঙলেন জাবির প্রত্যয়

প্রায় আট দিন পর অনশন ভেঙেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামিউল ইসলাম প্রত্যয়। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণরুম বিলুপ্তিসহ তিন দাবিতে ৮ দিন পর অনশন ভেঙেছেন অনশনকারী শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয়। বৃহস্পতিবার মীর মশাররফ হোসেন হল প্রাধ্যক্ষ সাব্বির আলমের লিখিত আশ্বাসের পরিপ্রেক্ষিতে পানি পান করেন তিনি।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে প্রত্যয়কে তাঁর জন্য বরাদ্দকৃত এ হলেরই ৪১৭ নম্বর কক্ষে পৌঁছে দেন প্রাধ্যক্ষ। একই সঙ্গে তাঁর কক্ষে থাকা অছাত্র সবুজ রায়কে হলে অবাঞ্ছিত ঘোষণা করে বের করে দেওয়া হয়।
এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনের খেলার মাঠে অনশনে বসেন প্রত্যয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর দাবিগুলো ছিলু বিশ্ববিদ্যালয়ের অছাত্রদের হল থেকে বের করা, গণরুম বিলুপ্তি করা ও মিনিগণরুমে অবস্থান করা শিক্ষার্থীদের আসন নিশ্চিত করা।
নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজগুলো করা না হয়, তাহলে হল প্রাধ্যক্ষ পদত্যাগ করবেন বলেও লিখিত দেওয়া হয়। এ বিষয়ে প্রত্যয় বলেন, আমি সাত দিন ধরে আমার দাবিগুলো নিয়ে অনশন করেছি। আমার দাবি তিনটির কার্যক্রম শুরুর দৃশ্যমান রূপ আমি দেখতে চেয়েছিলাম। প্রাধ্যক্ষ স্যারের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে গত কয়েক দিনের কার্যক্রম দেখিয়েছেন। তিনি এক মাস সময় নিয়েছেন।
মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাব্বির আলম বলেন, সকালে প্রত্যয় একজন সাংবাদিকের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে অনশন ভেঙেছে। সে তার এই আন্দোলনকে রাজনৈতিক রূপ না দিতে আমার সঙ্গে আলোচনা করে প্রশাসনকে সময় দিয়ে অনশন ভেঙেছে।
মন্তব্য করুন