- সারাদেশ
- বিশ্বকাপের সূচি কবে দেয়া হবে জানেন না আইসিসির প্রধান নির্বাহী
বিশ্বকাপের সূচি কবে দেয়া হবে জানেন না আইসিসির প্রধান নির্বাহী
-samakal-6481fb6d6d7ef.jpg)
চলতি বছর অক্টোবর–নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। হাতে আছে আর মাত্র ৪ মাস সময়। কিন্তু এখনও ভেন্যু ও বিশ্বকাপের সূচি চূড়ান্ত করতে পারেনি ভারত। তবে বিষয়টি নিয়ে তেমন কিছুই জানেন না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী অ্যালারডাইস।
বিশ্বকাপের সূচি নিয়ে অ্যালারডাইস বলেন, 'আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। সেটি হলে অংশগ্রহণকারী দেশগুলো ও ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর যত দ্রুত সম্ভব আমরা সূচিটি প্রকাশ করতে পারব। এ রকম ইভেন্টে আমরা আয়োজকদের সঙ্গে মিলেই কাজ করি।'
তবে ঠিক কী কারণে বিলম্ব, সেটি নিশ্চিত করেননি অ্যালারডাইস। তিনি বলেন, 'কিছু কিছু ক্ষেত্রে পরামর্শের দরকার পড়ে, ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে। আয়োজকদেরও ভালো ইভেন্ট উপহার দেওয়ার অনেক দায়িত্ব থাকে। এজন্য সম্ভাব্য সব রকমের বিষয়ই ভেবে দেখতে হবে।'
বিশ্বকাপের সূচি প্রকাশ নিয়ে ভারতের তালবাহানায় অসন্তুষ্ট সরাসরি সুযোগ পাওয়া ৭টি দেশের ক্রিকেট বোর্ড। কারণ ভারতের গড়িমসির কারণে নিজেদের পরিকল্পনা সাজাতে পারছে না বাকিরা। এর আগের বিশ্বকাপগুলোতেও এত সময় নিয়ে সূচি প্রকাশ করেনি আয়োজক দেশ। যেমন ২০১৯ বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড ১৩ মাস আগে বিশ্বকাপের ভেন্যু ও সূচি প্রকাশ করেছিল। তার আগে ২০১৫ বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছিল ১৮ মাস আগে।
গত মাসে বিশ্বকাপ নিয়ে বিশেষ এক সভার পর বিসিসিআই জানিয়েছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীন আইসিসির মাধ্যমে সূচি ও ভেন্যু প্রকাশ করবে তারা। ইতোমধ্যে ভেন্যু ও সূচির খসড়া করে ফেলেছে তারা। কিন্তু আজ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিন। আইসিসি এখনো হাতে পায়নি ভেন্যু ও চূড়ান্ত সূচি। ধারনা করা হচ্ছে সূচি প্রকাশ হতে আরও এক সপ্তাহ সময় লেগে যেতে পারে।
মন্তব্য করুন