- সারাদেশ
- সিলেটে গাড়ির গ্যারেজ থেকে ‘বারমিজ পাইথন’ উদ্ধার
সিলেটে গাড়ির গ্যারেজ থেকে ‘বারমিজ পাইথন’ উদ্ধার

উদ্ধার বারমিজ পাইথন জাতের অজগর সাপ - সংগৃহীত
সিলেটের শাহপরান উপশহর আবাসিক এলাকার একটি বাসার গ্যারেজ থেকে ১০ ফুট লম্বা একটি ‘বারমিজ পাইথন’ জাতের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ‘স্নেক রেসকিউ’ নামে একটি সংগঠনের সদস্যরা অজগরটি উদ্ধার করেন। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
চিকিৎসা শেষে সাপটি শুক্রবার টিলাগড় ইকোপার্কে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের টিলাগড় বিটের অ্যানিমেল কিপার মাসুদ হাওলাদার। তিনি জানিয়েছেন, উদ্ধার সাপটি বারমিজ পাইথন জাতের অজগর।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আহমেদ জালাল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য গাড়ি বের করতে গ্যারেজে যান। সাটার খুলতে গিয়ে তিনি অজগরটি দেখতে পান। প্রতিবেশিদের সহায়তায় সাপকে সাটার থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের সহায়তায় ‘স্নেক রেসকিউ’ নামে সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। দুপুরে তারা সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। স্নেক রেসকিউ দলের সদস্য শ্রীবাস নাথ জানিয়েছেন, সাপটি তার লেজে আঘাত পেয়েছে।
মন্তব্য করুন