- সারাদেশ
- আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টে সার্ভার সমস্যা, যাত্রীর ভোগান্তি
আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টে সার্ভার সমস্যা, যাত্রীর ভোগান্তি

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টে সার্ভার সমস্যায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল ৮টায় এ জটিলতা শুরু হলে বাংলাদেশ ও ভারতের শত শত যাত্রী আটকা পড়েন। নারী-শিশুসহ রোগীরা পড়েন চরম দুর্ভোগে। পরে দুপুর ১টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে বিমানযাত্রী এবং রোগীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরে সার্ভার চালু না হলেও ম্যানুয়াল প্রক্রিয়ায় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয়।
সরেজমিন দেখা যায়, সার্ভার বন্ধ হওয়ার পর থেকে দুই দেশের যাত্রীরা তীব্র গরমের মধ্যে অপেক্ষা করতে থাকেন। ছোট স্থান ও বসার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তিতে পড়েন তাঁরা। বিমান ও ট্রেনের টিকিট কাটা এবং ভারতে চিকিৎসা নিতে যাওয়া যাত্রীদের মধ্যে বেশি উদ্বেগ দেখা গেছে।
ভারতে চিকিৎসা নিতে যাওয়া ভৈরবের সোহাগ মিয়া বলেন, সকাল ৮টার সময় তিনি আখাউড়া অভিবাসন কেন্দ্রে পৌঁছেন। কিন্তু কয়েক ঘণ্টা পার হলেও আনুষঙ্গিক কার্যক্রম শেষ হয়নি। তিনি তাঁর ভাবিকে নিয়ে চেন্নাইয়ে চিকিৎসার জন্য যাবেন। বিমানের ফ্লাইট দুপুর ১টায়। এ অবস্থায় পড়েছেন চরম বিপাকে।
ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন সুবর্ণা শর্মা। তিনি বলেন, চেন্নাই থেকে গুরুত্বপূর্ণ অপারেশন শেষ করে সকালে দেশে ফিরেছেন। দুপুর ১২টা বাজলেও তিনি ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে পারেননি। অসুস্থ শরীর নিয়ে এ গরমের মধ্যে বসে ছিলেন।
দুপুরে এ বিষয়ে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, সকাল থেকে সার্ভার কার্যক্রম বন্ধ ছিল। স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সার্ভার সচল হয়নি। তবে কাগজপত্রে নাম-ঠিকানা লিখে কিছু যাত্রীকে যাওয়া-আসার সুযোগ দেওয়া হচ্ছিল।
মন্তব্য করুন