- সারাদেশ
- বাড়িতে মিলল গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
বাড়িতে মিলল গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে মিলি আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মিলি (২৫) উত্তর হাইতকান্দি গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। মোশারফের পরিবারের পক্ষ থেকে মিলি আত্মহত্যা করেছেন বলা হলেও মিলির বড় ভাই আমজাদ আলীর দাবি, তাঁর বোনকে স্বামী ও শাশুড়ি নির্যাতন করে মেরে ফেলেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মিলির স্বামী মোশারফ হোসেন ও শাশুড়ি আম্মিয়া খাতুনকে আটক করেছে।
জানা গেছে, মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের মৃত খোরশেদ আলমের মেয়ে মিলির সঙ্গে একই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে মোশারফের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোশারফ মিলির ভাই আমজাদকে মোবাইল ফোনে জানান, তাঁর বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে আমজাদ মিরসরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মিলির মা জোস্নেয়ারা বেগম জানান, মেয়ের বিয়ের সময় মোশারফকে নগদ দেড় লাখ টাকা দেন। বিয়ের পর কয়েক দফায় আরও প্রায় এক লাখ টাকা দেন। সম্প্রতি আবার বাবার বাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দিতে মোশারফ মিলিকে চাপ দিতে থাকেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মিলি তাঁকে (জোস্নেয়ারা) ফোন করে স্বামী ও শাশুড়ির গালমন্দ ও মারধরের কথা জানান। কখন টাকা দিতে পারবেন তাঁরা জানতে চান। তখন মেয়েকে তিনি আসন্ন ঈদ পর্যন্ত অপেক্ষা করতে বলে ফোন কেটে দেন। এর দুই ঘণ্টা পর খবর আসে মিলি মারা গেছেন।
মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলার নিচে দড়ি পেঁচানোর চিহ্ন রয়েছে। অপমৃত্যুর মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন