- সারাদেশ
- এমপিকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার দাবি
এমপিকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার দাবি

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দৌলতখান উপজেলা নাগরিক ঐক্য ফোরাম। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নারীপুরুষ অংশ নেন।
উপজেলা সদরে বিক্ষোভ শেষে উত্তর বাজার শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় বক্তব্য দেন– উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, নাগরিক ঐক্য ফোরামের নেতা শ.ম. ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের কলেজপড়ুয়া ছেলে রোহানসহ ৫ জন ২ জুন দৌলতখানের নুর মিয়ার হাট এলাকা থেকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার হয়। তাদের পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের কাছে সহযোগিতা চান আলাউদ্দিন। সহযোগিতা না করায় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সংসদ সদস্যকে হত্যার হুমকি দেন।
মন্তব্য করুন