চাঁদা না দেওয়ার ঘটনায় বখাটের দেওয়া আগুনে পুড়ে যাওয়া জাহাঙ্গীর ফকির মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১০টায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। তিনি দুমকীর মুরাদিয়ার চরগরবদি গ্রামের প্রয়াত জয়নাল ফকিরের ছেলে।

ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ ফজলুল হক বলেন, জাহাঙ্গীরের হত্যাকাণ্ড বর্বরোচিত ঘটনা। তিনি হত্যাকারীদের ফাঁসি দাবি করছেন।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউসে এসে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করে শাকিব গাজী। চাঁদা না দেওয়ায় তাঁর গায়ে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির ৬ জুন শাকিব গাজী, শাহীন গাজীসহ অজ্ঞাত চার-পাঁচজনের নামে সদর থানায় মামলা করেন।