দামুড়হুদায় বাবর আলী (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাবর আলী উপেজলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। 

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবর আলী রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে ঘুম থেকে ডেকে তোলে। বাড়ির উঠানেই তার গলায় কোপ দেয়। ধারালো অস্ত্রের কোপে জখম হন তিনি। 

এ সময় বাবর আলীর স্ত্রী চিৎকার করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

নিহতের স্ত্রী মহিমা খাতুন জানান, একজনের কাছে লিচু বিক্রির চার লাখ টাকা পাওনা ছিল বাবর আলীর। সন্ধ্যায় তিন ব্যক্তি বাড়িতে এসে বাবর আলীকে হুমকি দেয়। তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলেই অপরাধী শনাক্ত হবে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, মধ্য রাতে বাবর আলীকে হাসপাতালে আনা হয়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে আছে। 

হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, বাবর আলীর গলায় কোপের আঘাত অনেক গভীর। অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে।