- সারাদেশ
- যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বিএনপির আশার গুড়ে বালি: শাজাহান খান
যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বিএনপির আশার গুড়ে বালি: শাজাহান খান

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাজাহান খান - সমকাল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি ভেবেছিল যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আওয়ামী লীগের ওপর খুব চাপ সৃষ্টি করবে। কিন্তু সেই চাপ যে বিএনপির ওপরেও পড়বে তা তারা ভাবেনি। এখন তাদের আশার গুড়ে বালি।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে শুক্রবার সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করবেন, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, নির্বাচনে কেয়ারটেকার সরকারের কোনো সুযোগ নেই। সংবিধানে নেই, আর বিশ্বের কোথাও নেই। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুসারেই হবে। সংবিধান অনুসরণ ছাড়া কোনো সরকার নিবার্চন করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি মাদারীপুর কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়া, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
/এসআর/
মন্তব্য করুন