- সারাদেশ
- কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার উপজেলার আইকুমারি ভাতি গ্রামের জাবেদ আলী মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে খেত থেকে রান্নার জন্য খড়ি আনতে যান দেলোয়ার ও তার স্ত্রী। বজ্রপাতে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান। এ সময় তার স্ত্রী আহত হন।
উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃষ্টির সময় রান্নার জন্য খড়ি আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার মারা যান।
মন্তব্য করুন