- সারাদেশ
- মাদক সেবন দেখে ফেলায় বেরোবির ছয় শিক্ষার্থীকে মারধর
মাদক সেবন দেখে ফেলায় বেরোবির ছয় শিক্ষার্থীকে মারধর

মারধরে আহত এক শিক্ষার্থী। ছবি: সমকাল
মাদক সেবন দেখে ফেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছয় শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদ ইবনে ওয়াইস ও মেহেদী।
আহত সাদ ও মেহেদীর বন্ধু ইমরান বলেন, বৃহস্পতিবার রাত ১২টার পর বিদ্যুৎ চলে গেলে ৬ বন্ধু মেস থেকে বের হয়ে সরদার পাড়া মসজিদের পাশে আড্ডা দিচ্ছিলাম। পাশেই স্থানীয় ছেলেদের একটি গ্রুপ বসেছিল। তারা মাদক জাতীয় কিছু একটা সেবন করছিল। একপর্যায়ে তাদের মধ্য থেকে মনির নামের একজন আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে ‘তোরা কে?’, ‘এখানে কি করিস?’ আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলে সে বলে, তোরা বিশ্ববিদ্যালয়ে যেয়ে আড্ডা দিবি। এখানে আর আসবি না। একপর্যায়ে মনির আমাদের বন্ধু মেহেদীকে থাপ্পড় দিতে থাকে। তখন আমরা প্রতিরোধ করার চেষ্টা করলে মনিরের সঙ্গে থাকা ১০-১২ জন আমাদের মারধর শুরু করে। পরে লাঠি হাতে তেড়ে আসলে আমরা সেখান থেকে চলে আসি। কিন্তু সাদ তাদের হাতে আটকা পড়ে। পরে অন্য বন্ধু ও সিনিয়রদের ডেকে আনলে সাদকে রেখে তারা পালিয়ে যায়। বিষয়টি প্রক্টর শরিফুল ইসলাম স্যার ও এস এম আশরাফুল আলম স্যারকে জানানো হয়। প্রক্টর স্যার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীরা মোটামুটি সুস্থ। দ্রুত অপরাধীকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
বেরোবি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মারুফ জানান, রাতেই এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন