- সারাদেশ
- পিটিয়ে বীরনিবাস থেকে মাকে তাড়িয়ে দিল ছেলে
পিটিয়ে বীরনিবাস থেকে মাকে তাড়িয়ে দিল ছেলে

ফাইল ছবি
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বীরনিবাস থেকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী মরিয়ম বেগম ছেলের বিরুদ্ধে শুক্রবার সাটুরিয়া থানায় লিখিত দিয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বীরনিবাসটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা উসমান গনির নামে বরাদ্দ। তাঁর মৃত্যুর পর সেখানে মেয়ে জহুরাকে নিয়ে কষ্টেসৃষ্টে বাস করে আসছেন স্ত্রী মরিয়ম বেগম। তিনি বলেন, স্বামীর দুর্দিনে কোনো সহায়তা করেনি বড় ছেলে মহিউদ্দিন। তাঁদের কারও ভরণ-পোষণও করেনি। স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকে সে। মুক্তিযোদ্ধা ভাতা হিসেবে পাওয়া টাকার জন্য প্রায়ই তাঁকে মারধর করত মহিউদ্দিন। এমনকি বীরনিবাসও দখলে নেওয়ার পাঁয়তারা করছে।
মরিয়মের ভাষ্য, শুক্রবার সকালে আবারও ভাতার টাকা নিতে আসে মহিউদ্দিন। না দেওয়ায় তাঁকে মারধর করে বীরনিবাস থেকে বের করে দেয়। বাধা দেওয়ায় জহুরাকেও মারধর করে সে।
সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. খ. ম নুরুল হক বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা উসমান গনি ব্যক্তিগত জীবনে অসচ্ছল ছিলেন। তাই শুরুর দিকেই তাঁর জন্য বীরনিবাস বরাদ্দ দেওয়া হয়। তাঁর স্ত্রীকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানান। তাঁরা ভুক্তভোগীকে সহায়তায় প্রস্তুত।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) ইমাম আল মেহেদি বলেন, বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারধর ও বীরনিবাস দখলের অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন