- সারাদেশ
- সাবেক সংসদ সদস্যকে নিয়ে কটূক্তি, মেয়রের বিচার দাবি
সাবেক সংসদ সদস্যকে নিয়ে কটূক্তি, মেয়রের বিচার দাবি

কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি-সমকাল
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়ার বিচার দাবি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় উপজেলা আওয়ামী লীগ। এর আগে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলটি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান জানান, গত ৭ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে নিয়ে কটূক্তি করেন তিনি। একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে মেয়রের কটূক্তি নিন্দনীয়। একই দিন বিকেলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া জানান, পৌরসভার ১৯৯৯, ২০০৪ এবং ২০১১ সালের নির্বাচনে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম তাঁর (রফিক ভূঁইয়ার) বিরোধিতা করেছেন। ১৯৯৯ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হলে তাঁর বিরুদ্ধে মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দিয়ে বরখাস্ত করান মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। ২০০৪ সালে তাঁর (আব্দুস সালাম) অসহযোগিতার কারণে বিএনপি প্রার্থী মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে দু’জন সাধারণ ভোটার গুলিতে মারা যান। পরে সেই বিএনপি প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিতে সুপারিশ করেছিলেন। সভাপতির (আব্দুস সালাম) এ ধরনের আচরণকে স্বৈরাচারী বলে অভিহিত করেছেন তিনি।
মন্তব্য করুন