পার্বত্য জেলা রাঙামাটি। এ জেলার কাপ্তাইয়ের অপার সৌন্দর্য পর্যটকের কাছে সব সময় আকর্ষণীয়। প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মোহিত করেছে কৃত্রিমভাবে গড়ে তোলা পড হাউস। এর নান্দনিক নিসর্গ উপভোগে প্রতিদিন ছুটে আসছেন পর্যটকরা। সারাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় ভ্রমণপিয়াসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে পড হাউস।

থাইল্যান্ডের পর্যটন স্পট ও কটেজের আদলে গড়ে তোলা হয়েছে পড হাউস। এখানকার নিরিবিলি পরিবেশ উপভোগে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে প্রতিদিনই পর্যটকরা ছুটে আসছেন। কাপ্তাইয়ের ওয়াগ্‌গা ইউনিয়নের শীলছড়ি এলাকায় গড়ে তোলা হয়েছে ‘নিসর্গ রেস্টুরেন্ট’ ও ‘নিসর্গ পড হাউস’। চট্টগ্রামের অক্সিজেন থেকে কিংবা রাজধানীর সায়েদাবাদ থেকে বাসে সরাসরি আসা যায় কাপ্তাইয়ে। উপজেলায় প্রবেশের পর ওয়াগ্‌গা ইউনিয়নের শীলছড়ি এলাকায় সড়কের পাশে চোখে পড়বে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র। এ পর্যটনকেন্দ্রের পাশেই কর্ণফুলী নদী, যা লুসাই পাহাড় থেকে পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হয়ে বয়ে গেছে।

পড হাউসে বেড়াতে আসা রফিকুল ইসলাম ও সাদিয়া ইসলাম দম্পতি বলেন, ‘ঢাকা থেকে বেড়াতে এসেছি। ফেসবুকে পড হাউসের ছবি দেখে ভীষণ আগ্রহ জন্মেছিল। ফোনে বুকিং করে ঘুরতে এসেছি। খুবই নান্দনিক ও দৃষ্টিনন্দন পড হাউসগুলো। রাতে বেশ ভালো লেগেছে। একদম নিরিবিলি পরিবেশ। প্রাকৃতিক সৌন্দর্য, হাজারো পাখির কলরব আর নদীর বয়ে চলার দৃশ্যে মন ভরে গেছে।’

আরিফুল ইসলাম নামে এক পর্যটক বলেন, ‘বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে পেরে বেশ ভালো লেগেছে। শহরের ধুলাবালি থেকে দূরে সবুজের মাঝে রাত্রিযাপন বেশ উপভোগ্য।’

কাপ্তাইয়ে ৯টি পড হাউস রয়েছে। এগুলোর নামও মন কেড়ে নেওয়ার মতো। আকাশকুঞ্জ, মেঘদূত, চন্দ্রপাহাড়, সাঁঝের মায়া, নদীবিলাস, আকাশ নীলা, আসমানি কুটির, ছায়াবীথি ও নিঝুম নিরালা। পড হাউসে ৫ থেকে ৬ হাজার টাকায় থাকার সুযোগ রয়েছে। বিভিন্ন সময় কর্তৃপক্ষ প্যাকেজ দেয়।

পড হাউসগুলোর অন্যতম ‘নিসর্গ রেস্টুরেন্ট ও পড হাউস’। এটির পরিচালক নাছির উদ্দীন বলেন, ‘পার্বত্য জেলায় পর্যটনের অপার সম্ভাবনা মার খাচ্ছিল পড হাউস না থাকায়। আমরা থাইল্যান্ডের ক্যাটালগের মাধ্যমে পড হাউস নির্মাণ করেছি।

পর্যটকদের রাত্রিযাপনের সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, যাতে পার্বত্য অঞ্চলের মুখরোচক ছাড়াও দেশি-বিদেশি নানা ধরনের খাবার সরবরাহ করা হয়।’

নিসর্গ রেন্টুরেন্ট অ্যান্ড পড হাউসের ব্যবস্থাপক মাসুদ তালুকদার বলেন, ‘আমাদের রেস্টুরেন্টের গা ঘেঁষে গড়ে উঠেছে পড হাউস। এতে ৯টি কটেজ করা হয়েছে। প্রতিটি কটেজে তিনজন অনায়াসে থাকতে পারবেন। ভ্রমণপিয়াসী কেউ একা এলেও যেন তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন না হন, সেজন্য ওয়াইফাইসহ প্রযুক্তির সর্বোচ্চ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।’