- সারাদেশ
- কাপাসিয়ায় অপহরণের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার
কাপাসিয়ায় অপহরণের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় অপহরণের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্র মো. কৌশিককে (১৪) উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। কৌশিক কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও একটি বেসরকারি টেলিভিশনের কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মো. মজিবুর রহমানের ছেলে।
কৌশিক জানায়, বৃহস্পতিবার সকাল ৭টায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে উপজেলার রায়েদ ইউনিয়নের বলাকোনা গ্রামের বাড়ি থেকে বের হয় সে। তার স্কুল আমরাইদ বাজার এলাকায়। তরগাঁও খেয়াঘাট এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিল কৌশিক। এ সময় কয়েকজন যাত্রীসহ একটি সিএনজিচালিত অটোরিকশাচালক ওই এলাকায় যাবে বলে তাকে উঠতে বলে। সে অটোরিকশায় উঠার কিছুক্ষণ পর তাকে কিছু একটার ঘ্রাণ শুকিয়ে অচেতন করে ফেলা হয়।
কৌশিক আরও জানায়, প্রায় সাড়ে তিন ঘণ্টা পর জ্ঞান ফিরলে কৌশিক দেখে সে একটি ইটভাটার শ্রমিকদের ঘরে আছে। কিছুক্ষণ পরেই অপহরণকারীরা মোবাইল ফোনে টাকা চেয়ে তার বাবার সঙ্গে কথা বলিয়ে দেয়।
বাবা মো. মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে একটি অপরিচিত মোবাইল ফোন থেকে কল দিয়ে তার ছেলের অবস্থান জানতে চান। জবাবে তিনি তার ছেলে স্কুলে জানালে অপহরণকারীরা তার ছেলের সঙ্গে কথা বলতে বলেন এবং ছেলেকে জীবিত ফেরত পেতে হলে তাদের নির্ধারিত স্থানে সাত লাখ টাকা নিয়ে হাজির হতে বলে।
তিনি আরও জানান, বিষয়টি থানা পুলিশকে জানাতে তারা কঠোরভাবে নিষেধ করে। এভাবে মোবাইল ফোনে সারাদিন দর কষাকষি ও কথা চলতে থাকে। এক পর্যায়ে ছেলেকে ফেরত পাওয়ার সম্ভাবনা না দেখে তিনি রাত সাড়ে ১০টায় কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান চিহ্নিত করে বৃহস্পতিবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও কৌশিককে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার বিকেলে অপহরণকারীরা রায়েদ ইউনিয়নের চৌরাপাড়া গজারীবনে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও তার স্বজনরা অবস্থান নেন। এ
সময় তাদের অবস্থান টের পেয়ে অপহরণকারীরা কৌশিককে ছেড়ে দেয়। সে দৌড়ে হাইলজোর কলেজ রোড এলাকায় পৌঁছলে ছেলেকে কিছুটা আহত অবস্থায় পান বাবা। পরে তাকে কাপাসিয়া থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, অপহরণকারীদের ধরতে অভিযান চলছে। ওই বনে কাঠ কাটে এমন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
/আরএডি/
মন্তব্য করুন