গাজীপুরের টঙ্গীতে মোশারফ হোসেন (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ‌নিবার সকাল সাড়ে ৭টার দিকে পাগার ফ‌রিদ খান রোডের বি‌বি ম‌রিয়ম স্কুলের পেছনে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মোশারফের বাড়ি রংপুর জেলায়, তবে তিনি টঙ্গীতে বসবাস করতেন।

ওসি জানান, ওই যুবকের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবা‌সী ৯৯৯-এ ফোন দেয়। পরে ৯৯৯-এর মাধ‌্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

তিনি জানান, লাশ উদ্ধারে কাজ চলছে। উদ্ধারের কাজ শেষ করে ময়নাতদন্তের জন‌্য মরদেহ মর্গে পাঠানো হবে।

/এসআর/