- সারাদেশ
- রাঙামাটিতে অটোরিকশা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
রাঙামাটিতে অটোরিকশা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

শুক্রবার রাতে অটোরিকশাটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
রাঙামাটিতে সিএনজিচালিত একটি অটোরিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় দুর্বৃত্তরা অটোরিকশার চালককে মারধরের পর এতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাঙামাটি শহরের বনরূপা এলাকা থেকে তিনজন যাত্রী নিয়ে ঘাগড়া যাওয়ার পথে দেপ্পোছড়ি এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দেয়। পরে অটোরিকশার চালক বানেশ্বর দাশকে তারা মারধর করে। এক পর্যায়ে অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ অটোরিকশার চালক ও যাত্রীদের উদ্ধার করে।
খবর পেয়ে রাতেই তাৎক্ষণিকভাবেই ঘটনার প্রতিবাদে রাঙামাটি শহরের বনরুপা এলাকায় প্রতিবাদ সভা করে অটোরিকশা চালক সমিতির নেতাকর্মীরা। সমাবেশ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও চালককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার সকালে অটোরিকশা চালক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশ সুপার কার্যালয়ে বৈঠক করেছেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। বৈঠকে অটোরকশা চালক সমিতির নেতারা দুর্বৃত্তদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত গাড়ির জন্য ক্ষতিপূরণ প্রদান ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।
রাঙামাটি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, বৈঠকে পুলিশ সুপার তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে আন্দোলন না করার অনুরোধ জানিয়েছেন। অটোরিকশা চালক সমিতির দেওয়া ৭২ ঘণ্টার অল্টিমেটাম এখনও শেষ হয়নি। দাবি পূরণ না হলে কঠোর অন্দোলনে যাবেন তারা।
রাঙামাটি কোতয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালক বানেশ্বর দাশ ও যাত্রীদের উদ্ধার করেছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
/এসআর/
মন্তব্য করুন