- সারাদেশ
- পদ্মায় গোসলে নেমে দুই ছাত্র নিখোঁজ
পদ্মায় গোসলে নেমে দুই ছাত্র নিখোঁজ

নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি-সমকাল
পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। তাদরে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার নগরের শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে তারা গোসল করতে নামেন। এরপর তারা পানিতে তলিয়ে যান।
নিখোঁজ দুই ছাত্র হলেন, নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজা মাইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, বেলা ১১ টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত গিয়ে নদীতে এসে অভিযান শুরু করে। তবে দুপুর ২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি।
গালিবের ফুফু তামিনা খাতুন জানান, বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে গোসল করতে বের হয়। পরে ১২টার দিকে তাদের ডুবে যাওয়ার খবর পান তিনি।
মন্তব্য করুন