দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় হামিন রহমান (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছে।

শনিবার সকাল ৮টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পুটকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিন রহমান নাবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর গ্রামের বুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ফুলবাড়ী থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে পুটকিয়া এলাকায় একই লেনে থাকা ‘ছিনা-মুনি’ নামের একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক হামিন রহমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।