- সারাদেশ
- মধুখালীতে ৬টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২
মধুখালীতে ৬টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

স্বর্ণের বারসহ গ্রেপ্তার শংকর কুমার মালো ও জামিলা পারভীন। ছবি: সমকাল
ফরিদপুরের মধুখালীতে ৬টি স্বর্ণের বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর সদরের ভাটি কানাইপুর গ্রামের মৃত মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও ফরিদপুর সদরের তালতলা গ্রামের মৃত রশিদ মোল্যার মেয়ে জামিলা পারভীন (২৫)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে দুজন ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে আটক করে মধুখালী থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ আটক দুজনের দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৩শ ৫৮ দশমিক ৫০ গ্রাম, যা মূল্য ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০টাকা। রাজধানীর তাতী বাজার থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা ওই স্বর্ণের বার চুয়াডাঙ্গার দর্শনায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে আটককৃতদের নামে মামলা রুজু করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর বালা জানান, স্বর্ণের বারসহ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন