- সারাদেশ
- কাঠমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার, ধান খেতে পড়েছিল আহত স্ত্রী
কাঠমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার, ধান খেতে পড়েছিল আহত স্ত্রী

ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: সমকাল
ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ ঘর থেকে শাহজাহান আলী (৫৫) নামের এক কাঠমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাড়ির পাশে একটি ধান খেতে পড়েছিল কাঠমিস্ত্রির আহত স্ত্রী রাশিদা বেগম। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ঘাটুরি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরি গ্রামের বাসিন্দা শাহজাহান আলী পেশায় ছিলেন একজন কাঠমিস্ত্রি। কিছুদিন আগে তার প্রথম স্ত্রী মারা যান। পরে রাশিদা বেগমকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর মেয়ে শাহিদা বেগম লেখাপড়া করেন। শুক্রবার রাতে বাড়িতে কবিরাজ আসবে জানিয়ে মেয়ে শাহিদাকে পাশের একটি বাড়িতে ঘুমাতে পাঠান সৎ মা রাশিদা বেগম। শনিবার ভোরে বাড়ি ফিরে বাবার গলা কাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘর থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ সময় সৎ মা রাশিদাকে বাড়ির পাশে একটি ধান খেতে আহত অবস্থায় পাওয়া যায়।
এ দিকে নিহত শাহজাহান আলীর আরেক মেয়ে সাজেদা খাতুন বলেন, জমিজমা নিয়ে চাচাদের সঙ্গে ঝামেলা চলছিল। আজ (শনিবার) শালিসে বসার কথা ছিল। এছাড়া সৎ মায়ের সঙ্গেও বাবার ঝগড়া ছিল।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বলেন, শাহজাহান আলীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রীর সুস্থ হলে হত্যা রহস্য উদ্ঘাটন সহজ হবে। পুলিশ, ডিবি পুলিশ ও পুলিশের ক্রাইম শাখাও মাঠে রয়েছে।
মন্তব্য করুন