যশোরের মনিরামপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী খায়রুল বাশার গুরুতর আহত হয়েছেন। শনিবার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেলচালকের নাম তরিকুল ইসলাম। তিনি কেশবপুর উপজেলার কোমলপুর গ্রামের হোসেন আলীর ছেলে। আহত খায়রুল মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুল মান্নান মোড়লের ছেলে। 

পুলিশ জানায়, তরিকুল (২৬) ইসলাম এবং খায়রুল বাশার (১৪) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। শনিবার সকালে তরিকুল কেশবপুর থেকে খায়রুলকে নিয়ে মনিরামপুরে যাচ্ছিলেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তরিকুল নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গুরুতর আহত খায়রুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কেউ অভিযোগ না করায় স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।