- সারাদেশ
- স্বামী-স্ত্রীর মরদেহ ঝুলছিল একই শাড়িতে
স্বামী-স্ত্রীর মরদেহ ঝুলছিল একই শাড়িতে

প্রতীকী ছবি
জয়পুরহাটের আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মরদেহ দুটি একই শাড়িতে ঝুলছিল। পুলিশের ধারণা, তাঁরা আত্মহত্যা করেছেন। তারা হলেন, ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সোহেল রানা (৪২) ও তাঁর স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মণ্ডলের মেয়ে পারুল বিবি (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রতিবেশী আয়েশা সিদ্দিকা তাঁদের বাড়িতে গাভির দুধ দিতে গিয়ে ডাকাডাকি করেন। এতে সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢুকে দেখেন, স্বামী-স্ত্রী একই শাড়িতে ঘরের ধরনার সঙ্গে ঝুলে আছেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঝুলন্ত মরদেহ নামিয়ে থানায় খবর দেন। পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি থানা হেফাজতে নেয়।
প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, ‘পাঁচ মাস আগে তাঁরা বিয়ে করেন। এটি দু’জনেরই দ্বিতীয় বিয়ে। তাঁদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ নজরে পড়েনি। কেন তাঁরা গলায় ফাঁস নিলেন বুঝতে পারছি না।’
আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দীক বলেন, মরদেহ দুটি জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন