জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগে বাড়ি-স্কুল-কলেজে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকত, এখন আবার সেই বিদ্যুৎ সংকট। এই কষ্ট নিয়ে নির্বাচনের কথা শুনতে হচ্ছে। নির্বাচন যদি সময় মতো না হয়, সংবিধান থাকবেনা। যথা সময়ে নির্বাচন করতে হবে। বিএনপি-জামায়াত নির্বাচনের আগেই ক্ষমতা চায়, তারা নির্বাচন চায় না। নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করছে তারা। বিদেশিরা যাই বলুক, সংবিধান রক্ষার জন্য নির্বাচন হবে এবং সেটা নিয়মেই হবে। বিএনপি-জামায়াত চেষ্টা করলেও ভোটের নামে ভুতের সরকার, অস্বাভাবিক সরকার ও সামরিক সরকার হবে না। জনগণ সেটা চায় না।

শনিবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি আরও বলেন, মনে অনেক কষ্ট, বাজারে গেলে কষ্ট হয়। নিত্য-পণ্যের দাম সকালে এক, বিকেলে আরেক। এটাকে ব্যবসা বলেনা, এটাকে লুটপাট বলে। এসব বাজার সিন্ডিকেট ও লুটপাটকারীদের গ্রেপ্তার করে জেলে পাঠাতে হবে। 

উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি সাইয়েদুল ইসলাম সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু সাংগঠনিক সম্পাদক শিব্বির আহামেদ লিটন, মহানগর জাসদের সহ-সভাপতি শামছুল আলম খান প্রমুখ।