রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার জাপার মহানগর ও জেলা কার্যালয়ে ৩৬ দফা ইশতেহার দেন তিনি। এতে নির্বাচিত হলে কর্মসংস্থান ও বেকারত্ব দূরের ওপর গুরুত্ব আরোপ করেন স্বপন। এ সময় দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জাপা প্রার্থীর অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে– বাড়ির ট্যাক্স কমানো, নিরাপত্তা নিশ্চিতে পাড়া-মহল্লাসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, প্রতিটি ওয়ার্ডে সিটি করপোরেশনের অর্থায়নে আধুনিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, নারীদের গর্ভকালীন ভাতা, হাসপাতালসহ সেবামূলক প্রতিষ্ঠান দালালমুক্ত করা, প্রতি থানায় একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, অপরাধ দমন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা, প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন, শ্রমিকদের জন্য শ্রম হাসপাতাল নির্মাণ, ফুটপাত দখলমুক্ত ও হকারদের জন্য ফুটপাত মার্কেট নির্মাণ।