- সারাদেশ
- চট্টগ্রামে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার নিবন্ধন শুরু
চট্টগ্রামে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার নিবন্ধন শুরু

চট্টগ্রামে প্রথমবারের মতো বড় পরিসরে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিযোগিতার ৬ বিজয়ীকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। একই সঙ্গে তাদের মা-বাবাকে নেওয়া হবে ওমরাহ হজে।
প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যেই শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। আগামী ২০ জুন পর্যন্ত আগ্রহীরা প্রতিযোগিতায় নাম অন্তর্ভুক্ত করতে পারবে।
পূর্ণাঙ্গ ৩০ পারা ও ১৫ পারার দুটি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ পারা বিভাগে অনূর্ধ্ব-১৬ বছর ও ১৫ পারা বিভাগে অনূর্ধ্ব-১৪ বছরের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনকারী সংস্থা জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। চট্টগ্রামে এমন বৃহৎ উদ্যোগ এটিই প্রথম বলে অনুষ্ঠানে দাবি করা হয়।
উদ্যোক্তা মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতাটি সাতকানিয়ার কেরানীহাটের সি-ওয়ার্ল্ড রিসোর্টে ১৭, ১৮, ১৯ ও ২০ জুলাই চার দিনব্যাপী মোট চারটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। ৩০ পারা বিভাগ থেকে ১৬ জন ও ১৫ পারা বিভাগ থেকে ১৬ জন করে মোট ৩২ প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। একই সঙ্গে প্রত্যেকের বাবা-মাকে নিয়ে সর্বমোট ৯৬ জন সম্পূর্ণ ফাউন্ডেশনের খরচে ঢাকায় যাবে। ঢাকায় অবস্থানের সময়ে ৩২ প্রতিযোগী তাদের বাবা-মায়ের সঙ্গে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান (যেমন– পদ্মা সেতু, মেট্রোরেল) ইত্যাদি পরিদর্শন করবেন।
তিনি আরও বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশের খুদে হাফেজরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জনের মাধ্যমে দেশের জন্য সুনাম, খ্যাতি ও সম্মান বয়ে আনছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হাফেজ সালেহ আহমাদ তাকরিম দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৬৫টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে। এসব প্রতিযোগিতা খুদে শিক্ষার্থী ও শিক্ষকদের পবিত্র কোরআন হিফজ ও তাজবিদের প্রতি অধিক যত্নবান হতে অনুপ্রাণিত করে এবং এ ধরনের প্রতিযোগিতাগুলো কেন্দ্র করেই প্রতিবছর আমাদের দেশে তৈরি হচ্ছে বিশ্বমানের হাফেজে কোরআন।
৩০ পারা বিভাগে প্রথম পুরস্কার ১ লাখ ১ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ১ টাকা, তৃতীয় পুরস্কার ২৫ হাজার ১ টাকা এবং চতুর্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকের জন্য থাকবে ১০ হাজার ১ টাকার পুরস্কার। ১৫ পারা বিভাগে প্রথম পুরস্কার ৫০ হাজার ১ টাকা, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার ১ টাকা, তৃতীয় পুরস্কার ১৫ হাজার ১ টাকা এবং চতুর্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকের জন্য থাকবে ৫ হাজার ১ টাকা করে পুরস্কার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, জলিল-জাহান ফাউন্ডেশনের সদস্য মুজিবুল হক চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, বাহাউদ্দীন জুয়েল, সাজ্জাদ খালেদ সুমন, সাইফুদ্দিন চৌধুরী, মো. আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোখারী আযম, সাংস্কৃতিক সংগঠক খুরশীদ উল আলম খোকন প্রমুখ।
মন্তব্য করুন