সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় ৯ জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ হামলা চালানো হয় বলে জানায় পুলিশ। খবর রয়টার্সের 

পুলিশ জানিয়েছে, পার্ল নামের ওই হোটেলে নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক ও তিনজন সেনাসদস্য রয়েছেন। সেখান থেকে ৮৪ জন বেসামরিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী হুসেইন সাদ্দাম বলেন, 'যখন সামনের দিকের গেইটে প্রথম বিস্ফোরণটি ঘটে তখন আমি সৈকতের কাছে বসেছিলাম, তারপর পেছনের দিকে আরেকটি বিস্ফোরণ ঘটে। আমি চারটি মৃতদেহ দেখলাম, দুইজন নারী ও অন্য দুইজন পুরষ। এটি খুবই আতঙ্কিত হওয়ার মতো দৃশ্য ছিল, আল্লাহ আমাকে রক্ষা করেছেন।'

এছাড়া পৃথক এক ঘটনায় শুক্রবার নিম্ন শাবেলে অঞ্চলে মর্টারের একটি গোলা বিস্ফোরিত হয়ে বহু শিশুসহ প্রায় ২৭ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।