- সারাদেশ
- রাজশাহী নগরী সম্প্রসারণ করতে চাই
মতবিনিময়ে খায়রুজ্জামান লিটন
রাজশাহী নগরী সম্প্রসারণ করতে চাই

বাঘা-চারঘাটবাসীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আবার নির্বাচিত হলে নগরীর আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটারে সম্প্রসারণ করতে চাই। বিষয়টি নিয়ে কাগজপত্র তৈরি করে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
শনিবার রাজশাহী চেম্বার ভবনের সম্মেলন কক্ষে বাঘা-চারঘাটবাসীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজশাহীতে যে উন্নয়ন করেছি, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। প্রশংসা করেছেন। আপনারা আরও উন্নয়ন চান, আমি সেগুলো করতেও চাই। উন্নয়ন অনেক হয়েছে, আরও হবে। যত বেশি ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করতে পারবেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তত বেশি অর্থ বরাদ্দ এনে উন্নয়ন করতে পারব। এবার একটি কাজ করা দরকার, সেটি হলো কর্মসংস্থান। আপনারা সুযোগ দিলে এবার সেই কাজটি করতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সাবেক এমপি রায়হানুল হক, বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পাণ্ডে, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম।
মন্তব্য করুন