- সারাদেশ
- রুমায় চারজনকে ধরে নিয়ে দু’জনকে ছাড়ল কেএনএফ
রুমায় চারজনকে ধরে নিয়ে দু’জনকে ছাড়ল কেএনএফ

প্রতীকী ছবি
বান্দরবানের রুমায় অস্ত্রের মুখে চার নির্মাণশ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে সশস্ত্র কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার বগালেক পর্যটন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পরে দু’জনকে ছেড়ে দেওয়া হয়।
অপহরণের শিকার শ্রমিকরা হলেন– আব্দুল আওয়াল, ইদ্রিস আলী, রিপন হোসেন ও জসিম উদ্দীন। তাদের মধ্যে মুক্তি পেয়ে রিপন ও জসিম এলাকায় ফিরলে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বগালেক পর্যটন এলাকায় একটি সেতুর নির্মাণকাজ করছেন ৯ শ্রমিক। শুক্রবার ঘুম থেকে উঠে চার শ্রমিক সেতু এলাকার একটু দূরে গেলে, জঙ্গল থেকে এসে কেএনএফ সদস্যরা অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়।
শ্রমিকদের বরাত দিয়ে রুমা থানার ওসি আলমগীর হোসেন জানান, সেতু নির্মাণে জড়িত অন্য শ্রমিকরা ধারণা করেছিলেন– কাজের ভয়ে তারা পালিয়ে গেছেন। কিন্তু শনিবার সকালে ফিরে এসে রিপন ও জসিম সেনাবাহিনীর পোশাক পরা কেএনএফ সদস্যরা তাদের অপহরণ করেছিলেন বলে জানান। এখনও কেউ অভিযোগ করেনি। বাকি দু’জনের সন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন