- সারাদেশ
- ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
-samakal-সমকাল-5e33f2e7da3e6-samakal-64849da6146f8.jpg)
প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে মাহফুজুল হক ওরফে ইরিন সর্দার (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার উপজেলা আড়িয়া ইউনিয়নের পাককোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার বিকেল ৬টার দিকে ইরিন সর্দারের সঙ্গে ভাতিজা মামুন ও সুমনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজারা চাচা ইরিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন