কুমিল্লায় যুবদলের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় মামলায় হয়েছে। শনিবার দায়ের করা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খলিলুর রহমান বিপ্লব, সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্যসচিব রোমান হাসান, আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলামসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার এসএই খাজু মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় পুলিশের কাজে বাধা ও হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করার অভিযোগ আনা হয়েছে। 

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালী মডেল থানার এসআই নাজমুল হাছান। তিনি বলেন, পুলিশের কাজে বাধা, হামলার ঘটনায় এ মামলা হয়েছে।

তবে মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খলিলুর রহমান বিপ্লব বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের উপর হামলা চালিয়ে উল্টো এ মামলা দিয়েছে।

এর আগে, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে জেল গেট থেকে আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল। মিছিলটি কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে।