- সারাদেশ
- ছেলেকে জখমের পর বাবাকে কুপিয়ে হত্যা
ছেলেকে জখমের পর বাবাকে কুপিয়ে হত্যা

পূর্ববিরোধের জের ধরে মুন্সীগঞ্জে মতিউর রহমান কালাই (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এর আগে তার ছেলেকেও কুপিয়ে জখম করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের উপকণ্ঠ নয়াগাঁও পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মতিউরের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্বজনরা জানিয়েছেন, পূর্ববিরোধের জের ধরে মতিউরের ছেলে শাকিলকে শনিবার সকালে কুপিয়ে আহত করে একই এলাকার জুবায়ের ও জিহাদ। দুপুর সাড়ে ১২টার দিকে এ নিয়ে কথা বলতে যান মতিউর। এ সময় জুবায়ের, জিহাদ ও তাদের বাবা দিল মোহাম্মদ মিলে ধারালো অস্ত্র দিয়ে মতিউরকে কোপাতে থাকে।
এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, প্রতিপক্ষের লোকজন মতিউর রহমান কালাইকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জেনেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যায় জড়িতরা পালিয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন