নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশুদের ঝগড়া থামাতে যাওয়া এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ধর্মগঞ্জের ঢালীপাড়ায় হামলার শিকার হন আবু তাহের (৪০) নামের ওই ব্যক্তি।

এ ঘটনায় শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন তাঁর স্ত্রী। পুলিশ এ মামলায় ইয়ার হোসেন, তাঁর স্ত্রী লামিয়া, মেয়ে ফারজানা, আত্মীয় মঞ্জিল ও মোজাম্মেলকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মগঞ্জের ঢালীপাড়া এলাকায় পাশাপাশি বাসায় থাকেন ইয়ার হোসেন ও জামাল মিয়া। শুক্রবার সন্ধ্যায় তাঁদের শিশুসন্তানদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। প্রতিবেশী আবু তাহের তাদের মধ্যকার ঝগড়া থামাতে যান।

এ সময় ইয়ারের স্ত্রী লামিয়া, মেয়ে ফারজানাসহ স্বজনরা তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাহেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, দুই শিশুর মধ্যে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। ইতোমধ্যে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি মামলা হয়েছে।

থানার ওসি রিজাউল হক দীপু জানান, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে ইয়ার হোসেনের স্ত্রী লামিয়া ও মেয়ে ফারজানা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।